আমাজনে দাবানলের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের লড়াই

  13-08-2020 11:08AM


পিএনএস ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহত্তম বন অ্যামাজনে দাবানলের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ব্রাজিলের স্থানীয় বাসিন্দারা। আধুনিক অগ্নি নির্বাপণ সরঞ্জাম নিয়ে দমকল বাহিনীর শতাধিক সদস্য দিন-রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ব্রাজিল সরকার। দাবানল নিয়ন্ত্রণে আনতে না পারায় সমালোচিত হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো।

তাপমাত্রা আর বায়ু প্রবাহের দিক অনুকূলে না থাকায় আগুন কমার বদলে উল্টো বেড়ে যাচ্ছে। চলতি মাসের মাত্র প্রথম দশদিনেই নতুন করে অ্যামাজন বনের প্রায় ১০ হাজারটি নতুন জায়গায় দাবানল জ্বলতে দেখা যায়।

দেশটির একটি সরকারি হিসাবে জানা যায়, গত বছরের জুলাইয়ের তুলনায় এ বছর আগুন বেড়েছে ২৮ শতাংশ বেশি। এতে আবারও গত বছরের আগস্ট সেপ্টেম্বরের মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্রাজিলে শুষ্ক আবহাওয়া মাত্র শুরু হয়েছে। আর ভয়াবহ দাবানলের তাণ্ডব এখনই নিয়ন্ত্রণে না আনতে পারলে সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে পড়বে বলে সতর্ক করেছেন পরিবেশবীদরা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন