সেই পুরোহিত করোনায় আক্রান্ত, আতঙ্কে মোদি

  14-08-2020 07:12PM

পিএনএস ডেস্ক: রাম মন্দিরের ভূমি পূজার দিন মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে গায়ে-গা-ঘেঁষে পূজা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবার সেই প্রধান পুরোহিত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জানা যায়, ওই পূজার প্রধান পুরোহিতের করোনা হয়েছে। এঘটনায় নড়েচড়ে বসেছে প্রধানমন্ত্রী দপ্তর। ওই পুরোহিতের কোভিড সংক্রমণের খবর পাওয়ার পর বেশ কয়েকজন কর্মকর্তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

গত ৫ আগস্ট উত্তরপ্রদেশের অযোদ্ধায় বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের জন্য ভূমিপূজায় অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে আয়োজনে কয়েক ঘণ্টা উপস্থিত ছিলেন তিনি। মোদি ওই পূজার প্রধান পুরোহিতের গা-ঘেঁষে দাঁড়িয়েছিলেন।

এদিকে ভারতে কোভিড সংক্রমণের সংখ্যা এখন ২৫ লাখ ছুঁইছুঁই। মৃত্যু প্রায় ৫০ হাজারের কাছাকাছি। তবুও দেশটি পহেলা জুন থেকে স্বাভাবিক হওয়ার দিকে এগুতে শুরু করে। এতে প্রতিদিনই, মৃত্যুর নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। সচেতন মহলে বাড়ছে আতঙ্ক।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন