গ্রিসের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী তুরস্ক

  19-09-2020 09:10AM


পিএনএস ডেস্ক: পূর্ব ভূমধ্যসাগরে সমুদ্রসীমা নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে বিতর্কের মীমাংসা করতে গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তুরস্ক। ইস্তাম্বুলে শুক্রবার জুমার নামাজ শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান।

আন্তর্জাতিক মহলকেও নাড়া দিয়েছে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান। তবে কারও হস্তক্ষেপে নয়, আলোচনার মধ্যে এই সমস্যা মিটবে বলে আশা এরদোগানের। তিনি বলেছেন, ‘গ্রিক প্রধানমন্ত্রী (কাইরিয়াকোস) মিতসোতাকিসের সঙ্গে কী একটা বৈঠক হতে পারে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে আমাদের আলোচনা।‘

গ্রিসকে আমন্ত্রণ জানিয়ে এরদোগান আরও বলেছেন, ‘সদিচ্ছা থাকলে আমরা আলোচনায় বসতে পারি। সেটা হতে পারে ভিডিও কনফারেন্সে কিংবা তৃতীয় কোনও দেশে।’ সূত্র: আল জাজিরা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন