করোনার দ্বিতীয় প্রবাহ, লকডাউনে যেতে চায় না ব্রিটেন

  19-09-2020 12:47PM


পিএনএস ডেস্ক: ব্রিটেনে মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় প্রবাহ চলছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে এখনই বড় ধরনের লকডাউনে যেতে চান না তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সামাজিক দূরত্ববিধি কঠোর করা হতে পারে বলে জানিয়েছেন।

ব্রিটেনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২২ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। মোট আক্রান্ত ৩ লাখ ৮৫ হাজার ৯৩৬। করোনায় আক্রান্ত মৃত্যু হয়েছে মোট ৪১ হাজার ৭৩২ জনের।

বরিস জনসন জানান, সরকার সবকিছু পর্যবেক্ষণে রাখবে। দ্বিতীয় লকডাউনের যাওয়ার বিষয়ে কেউ আগ্রহী নন। আমরা বিদ্যালয়গুলো চালু রাখতে চাই। যথাসম্ভব অর্থনীতির চাকা সচল রাখতে চাই। ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালু রাখতে চাই। আমরা তখনই এসব করতে পারবো যখন সবাই করোনার স্বাস্থ্যবিধি মেনে চলবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন