মিয়ানমারে ১০ কোটি বছর আগের শুক্রাণুর সন্ধান

  19-09-2020 04:02PM


পিএনএস ডেস্ক: আনুমানিক ১০ কোটি বছর আগের শুক্রাণুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। জার্মানি ও ব্রিটেনের বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে বিশ্বের প্রাচীনতম প্রাণিজ এই শুক্রাণু আবিষ্কার করেছেন চীনের এক বিশেষজ্ঞ দল।

চীনা একাডেমি অব সায়েন্সেসের নানজিং ইনস্টিটিউট অব জিওলজি অ্যান্ড প্যালিয়ন্টোলজির তথ্য অনুসারে, ছোট একটি খোলসের ভেতরে পাওয়া প্রাণীর এ শুক্রাণুর বয়স আনুমানিক ১০ কোটি বছর। মিয়ানমারে আবিষ্কৃত এ শুক্রাণু বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বলে ধারণা বিশেষজ্ঞদের।

এর আগে প্রাণী দেহের সবচেয়ে পুরাতন শুক্রাণু পাওয়া যায় আনুমানিক ৫ কোটি বছর আগের। বুধবার এ নিয়ে বিশ্বখ্যাত রয়্যাল সোসাইটির জার্নালে প্রতিবেদন প্রকাশিত হয়।

নতুন আবিষ্কৃত শুক্রাণুটি ওস্ট্রাকড নামে এক প্রজাতির ক্রাস্টাসিয়ান (কঠিন আবরণযুক্ত জলজ প্রাণী) থেকে এসেছিল, যা কখনও কখনও ‘সিড শ্রিম্প’ নামে পরিচিত। এটি মহাসাগর, হ্রদ, নদী এবং পুকুরে পাওয়া যেত।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন