ভারতের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী শেখর বসুর করোনায় মৃত্যু

  25-09-2020 04:36PM

পিএনএস ডেস্ক : পরমাণু শক্তিতে ভারতকে স্বনির্ভর করার অন্যতম কারিগর বিজ্ঞানী শেখর বসু মারা গেছেন। করোনা আক্রান্ত অবস্থায় বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।

হিন্দুস্তান টাইমস জানায়, মৃত্যুকালে শেখর বসুর বয়স হয়েছিল ৬৭ বছর। কয়েকদিন আগে তিনি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হন।

কিডনি জটিলতাতেও ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এ পরমাণু বিজ্ঞানীর চিকিৎসায় বিশেষজ্ঞদের একটি বোর্ডও গঠিত হয়। কিন্তু রক্তে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমে যাওয়ায় ফিরতে পারেননি তিনি।

ভারতের প্রথম পরমাণু জ্বালানি চালিত সাবমেরিন আইএনএস অরিহন্তের পরমাণু চুল্লির নকশা তৈরি করেছিলেন তিনি। ছিলেন ভারতের পরমাণু শক্তি কমিশনের সভাপতি। এ ছাড়া দীর্ঘদিন পরমাণু শক্তি মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

দেশটিতে পরমাণু বর্জ্য নিষ্কাশনের নতুন পদ্ধতি উদ্ভাবন ও বিভিন্ন পরমাণু চুল্লি নির্মাণেও গুরুত্বপূর্ণ অবদান ছিল শেখর বসুর। পরমাণু গবেষণার স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে রাষ্ট্রীয় সম্মাননা 'পদ্মশ্রী'।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন