নির্বাচন নিয়ে যেসব অবিশ্বাস ছড়াচ্ছেন ট্রাম্প!

  25-09-2020 06:03PM

পিএনএস ডেস্ক:মার্কিন নির্বাচনকে ঘিরে ক্রমেই উত্তেজনা বাড়ছে গণতন্ত্রের আতুরঘর খ্যাত খোদ যুক্তরাষ্ট্রে। নির্বাচনের পর শান্তিপূর্ণ ক্ষমতা হস্থান্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানালো পরিস্থিতি আরো গোলাটে হয়ে যায়। তবে নভেম্বরে নির্বাচন হারের পরেও ক্ষমতা আকড়ে থাকতে নির্বাচন নিয়ে ক্রমেই অবিশ্বাস সৃষ্টি করছেন বলে খবর প্রকাশ করেছে সিএনএন।

নির্বাচনের ফলাফল নিয়ে এক প্রশ্নের জাবাবে ‘কী হয়, দেখা যাক,’ বলেছিলেন তিনি। বৃহস্পতিবারও তিনি ডাকযোগে ভোট নিয়ে নিজের সন্দেহের কথা পুনর্ব্যক্ত করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মূলভিত্তি হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। ট্রাম্প তা না করলে, বা নির্বাচনে হেরে যাওয়ার পর ফল মেনে না নিলে দেশটি সাংবিধানিকভাবে বিপদে পড়ে যেতে পারে।

তেমনটা হলে সামরিক বাহিনী ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে সরিয়ে দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সাম্প্রতিক জনমত জরিপগুলোতেও যুক্তরাষ্ট্রের এ সাবেক ভাইস প্রেসিডেন্টকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে সামান্য এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।

ফ্লোরিডায় ট্রাম্প বলেন, আমরা স্বচ্ছ নির্বাচন নিশ্চিতের চেষ্টা করছি, তবে আমি এটা নিয়ে নিশ্চিত নই ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন