ভারতে করোনায় শনাক্ত ৬০ লাখ ছাড়ালো

  28-09-2020 01:42PM

পিএনএস ডেস্ক: ভারতে সময়ের সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লাখে পৌঁছে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ১৭০ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৩৯ জনের। খবর সিএনএনের।

বিশ্বে সংক্রমনের দিক দিয়ে সবার ওপরে রয়েছে আমেরিকা। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ লাখের বেশি মানুষ। গত কয়েক সপ্তাহ ধরে ভারতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে আশার কথা হচ্ছে দৈনিক সংক্রমণের চেয়ে দৈনিক সুস্থতার হার এখনও বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছে ৯২ হাজার ৪৩ জন।

দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ৭৩ লাখ ২১ হাজার ৩৪৩ জন। মৃত্যু হয়েছে মোট ৯৫ হাজার ৫৪২ জনের।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন