‘বাড়ছে উত্তেজনা, এশিয়া সফরে পম্পেও’

  30-09-2020 05:01PM


পিএনএস ডেস্ক: আগামী সপ্তাহে জাপান, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়া সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মূলত, চীন ও উত্তর কোরিয়া নিয়ে আলোচনাই তার এ সফরের মূল লক্ষ্য। মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এ কথা জানিয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর ইউশিহিদে সুগার ক্ষমতা গ্রহণের পর পম্পেওই প্রথম মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা যিনি জাপান সফরে যাচ্ছেন।

আগামী ৬ অক্টোবর জাপান সফরকালে পম্পেও অস্টেলিয়া, ভারত ও জাপানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে চীনকে মোকাবেলায় এ অঞ্চলের বড়ো গণতান্ত্রিক দেশগুলোর সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করবেন।

এরপর তিনি উত্তর কোরিয়া নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া যাবেন। আগামী ৭ অক্টোবর পম্পেও মঙ্গোলিয়া যাবেন। সেখানে ২০১৬ সালের পর তিনিই প্রথম মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে সফর করছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন