পাকিস্তানে গাড়িবহরে হামলায় নিহত অন্তত ১৪

  15-10-2020 10:21PM

পিএনএস ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানে একটি গাড়িবহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলায় নিহতদের মধ্যে দেশটির নিরাপত্তাবাহিনীর কয়েকজন সদস্য রয়েছেন। গাড়িবহরটি মহাসড়ক দিয়ে করাচি যাচ্ছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

একটি নিরাপত্তা সূত্রের বরাতে আল জাজিরা জানায়, গাড়িগুলো বন্দর নগরী গোয়াদার থেকে করাচি যাচ্ছিল। কিন্তু করাচি থেকে ২৫০ কিলোমিটার দূরে থাকতে ওরমারা নামের একটি শহরে হামলার শিকার হয়।

ওই সূত্র আরও জানায়, বহরে থাকা কয়েকজন নিরাপত্তাবাহিনীর সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, নিহতদের মরদেহ কাছের নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে এবং মহাসড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। কিন্তু মহাসড়কে গাড়ির বহরে এমন হামলা এর আগে চালিয়েছে সশস্ত্র বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী।

গত বছর এপ্রিলে বৃহস্পতিবারের হামলার স্থানে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছিলেন। ওই হামলার দায় স্বীকার করেছিল বালুচ রাজি আজোই সাংগার নামের গোষ্ঠী। এই গোষ্ঠীটি বালুচ বিচ্ছিন্নতাবাদীদের গঠিত জোটের সদস্য। তারা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতার জন্য লড়াই করছে।

এদিকে, পৃথক আরেকটি ঘটনায় আইইডি বিস্ফোরণে অন্তত ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার ওয়াজিরিস্তান জেলার রাজমাক শহরে তাদের গাড়ির বহরে আইইডি হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে হামলার বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন