রাশিয়ায় ইরানিদের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা শিগগিরই

  17-10-2020 11:42AM


পিএনএস ডেস্ক: ইরানের পর্যটকদের জন্য রাশিয়ায় ভিসামুক্ত ভ্রমণের সুবিধা শিগগিরই কার্যকর করা হবে। বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভ।

জাখারভ জানান, ইরান এবং রাশিয়ার মধ্যে ২০১৭ সালের ২৭ মার্চ এ বিষয়ে একটি চুক্তি হয় এবং রাশিয়ার পর্যটন সংস্থা এই চুক্তি বাস্তবায়নের কাজ করছে।

মারিয়া জাখারভ বলেন, চুক্তি অনুযায়ী ইরানের পাঁচ থেকে ৫০ জনের একটি পর্যটক দলকে ভিসা ছাড়াই ১৫ দিনের সফরের অনুমতি দেওয়া হবে।

করোনা মহামারির কারণে এই চুক্তি বাস্তবায়নের দেরি হয়েছে বলেও জানান তিনি। সূত্র: ইরনা

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন