৭০ বছর পর কোনো নারীকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

  18-10-2020 06:03PM

পিএনএস ডেস্ক : প্রায় সত্তর বছর পর যুক্তরাষ্ট্রে কোনো ফেডারেল নারী বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। দেশটির আইন মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।

বিবিসি জানায়, লিসা মন্টগোমেরি নামে ওই নারী ২০০৪ সালে মিসৌরিতে এক অন্তঃসত্ত্বা নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন। এরপর পেট কেটে বাচ্চাকে বের করে নিয়েছিলেন।

৮ ডিসেম্বর ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে প্রাণনাশক ইনজেকশন প্রয়োগের মাধ্যমে লিসার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

১৯৫৩ সালে সর্বশেষ কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছিল মার্কিন সরকার। বনি হেডি নামে ওই বন্দীকে মিসৌরিতে গ্যাস চেম্বারে ঢুকিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়।

ব্রান্ডন বারনার্ড নামে এক বন্দীরও ডিসেম্বরে মৃত্যুদণ্ড কার্যকরের সময় নির্ধারণ করা হয়েছে। ১৯৯৯ সালে দুই যুব মন্ত্রীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ওই ব্যক্তি।

তবে গত বছর ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, ফেডারেল মৃত্যুদণ্ড আবার শুরু হতে যাচ্ছে। এরপরই এ দুই বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন