আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮, আহত ৫৭

  25-10-2020 03:28AM

পিএনএস ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষা কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) একটি বেসরকারি উচ্চ শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণটি ঘটানো হয় বলে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

খবরে বলা হয়, শিয়া প্রধান দাস্ত-ই-বার্চি এলাকার কাওসার-ই-দানিশ শিক্ষা কেন্দ্রে সচরাচর কয়েকশত শিক্ষার্থী অবস্থান করে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিখ আরিয়ান জানান, নিরাপত্তা রক্ষীরা একজন হামলাকারীকে শনাক্ত করার পর সে কাওসার-ই-দানিশের সামনের রাস্তায় বিস্ফোরণ ঘটায়।

কারা হামলাটি চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তালেবান হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

এর আগে ২০১৮ সালে এই দাস্ত-ই-বার্চি এলাকার আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আরেক হামলার ঘটনায় ৪৮ জন শিক্ষার্থী নিহত হয়েছিল। আইএস ওই হামলার দায় স্বীকার করেছিল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন