এক কবুতরের দাম ১৬ কোটি টাকা

  17-11-2020 09:03AM


পিএনএস ডেস্ক: এক বা দুই নয় পুরো ১৬ কোটি টাকায় বিক্রি হয়েছে একটি কবুতর। বেলজিয়ামে নিলামে ওই কবুতর কিনেছেন চীনের এক নাগরিক (যার পরিচয় পাওয়া যায়নি)। কবুতরটির নাম নিউ কিম। দুই বছর বয়সী স্ত্রী কবুতরটিকে সম্প্রতি বিক্রির জন্য নিলামে তোলা হয়। খবর ফোর্বস এর।

রবিবার অনুষ্ঠিত নিলামে ১৯ লাখ ডলারে (প্রতি ডলার ৮৫ টাকা ধরলে ১৬ কোটি ১৫ লাখ টাকা) তা কিনেন চীনের ওই নাগরিক। কবুতটি একটি বিশেষ প্রজাতির। এর পরিচয় ‘রেসিং পিজিয়ন’ হিসেবে।

উল্লেখ্য, চীনা যে ধনাঢ্য ব্যক্তি পায়রাটি কিনেছেন, তার শখ হলো রেসের পায়রা সংগ্রহ করা। চীনে সম্প্রতি পায়রা ওড়ানোর প্রতিযোগিতা খুব জনপ্রিয়তা পেয়েছে। নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে, কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যাবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন