ভ্যাকসিন এলেও কাটবে না করোনা’

  18-11-2020 01:53AM

পিএনএস ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, মহামারী থামাতে টিকা যথেষ্ট নয়। তিনি এমন সময়ে এ মন্তব্য করলেন, যখন দুটি প্রতিষ্ঠান মডার্না ও বায়োনটেক তাদের টিকার কার্যকারিতার বিষয়ে প্রাথমিক বিশ্লেষণের ফল ঘোষণা করেছে।

তিনি বলেন, করোনার টিকা নিজে থেকে মহামারী থামিয়ে দেবে না। আমাদের কাছে যেসব সরঞ্জাম রয়েছে, টিকা তার পরিপূরক হতে পারে, প্রতিস্থাপক নয়।

সোমবার ডাব্লিউএইচও প্রধান জানিয়েছেন, সকলকে একসঙ্গে ভ্যাকসিন দেয়া হবে না। প্রথমে বয়স্ক ব্যক্তি, অসুস্থ ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে। ধীরে ধীরে তা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। এবং কাজটি করতে বহু সময় লাগবে। ফলে এখনই নিশ্চিন্ত হওয়ার কারণ নেই।

এদিকে সংস্থাটির সদর দফতরে থাবা বসিয়েছে মহামারী করোনাভাইরাস। সোমবার পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ। মূলত ইউরোপের দেশগুলোতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে সদর দফতরেও সেটার প্রভাব পড়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন