ট্রাম্পের আচরণ আমেরিকার জন্য বিব্রতকর: বাইডেন

  20-11-2020 04:00PM


পিএনএস ডেস্ক: বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ আমেরিকার জন্য বিব্রতকর বলে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘নির্লজ্জভাবে গণতন্ত্রের ক্ষতি করছেন ডোনাল্ড ট্রাম্প।’

দেলওয়ারে অঙ্গরাজ্যে সাংবাদিকদের তিনি সঙ্গে আলাপকালে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার সমালোচনা করেন বাইডেন।

এ সময়ে তিনি বলেন, ‘আমি নিশ্চিত ট্রাম্প নিজেও জানেন তিনি জেতেননি, জিততে পারবেন না এবং ২০ জানুয়ারি আমরা শপথ নিতে যাচ্ছি।’

তিনি অভিযোগ করে আরও বলেন, জেনে বুঝেও ট্রাম্প গোটা বিশ্বের কাছে মার্কিন গণতন্ত্র সম্পর্কে নেতিবাচক বার্তা তুলে ধরছেন। ট্রাম্পের পুরো আচরণ আমেরিকার জন্য বিব্রতকর হয়ে উঠেছে। ট্রাম্প যা করছেন, তা বিশ্বাস করা কঠিন হয়ে উঠেছে।

পিএনএস/আনোয়র

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন