আফগানিস্তানে সিরিজ বোমা হামলায় নিহত ৮

  21-11-2020 05:37PM

পিএনএস ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একাধিক জায়গায় রকেট চালিত মর্টার হামলায় এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিস্ফোরণে অন্তত ৩১ জন আহত হয়েছেন। তবে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কাবুলের পুলিশ জানিয়েছে, শনিবার (২১ নভেম্বর) একাধিক শক্তিশালী রেকেট বিস্ফোরণ ঘটে। এছাড়া ‘ম্যাগনেটিক’ বিস্ফোরণও হয়েছে বলে জানিয়েছেন অনেকে। এখন পর্যন্ত ১৪টি রকেট হামলার খবর পাওয়া গেছে।

বিভিন্ন রাস্তা-ঘাট রক্তে ছেয়ে গেছে। সেসব স্থানে হামলা হয়েছে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপের চিত্র। শহরজুড়ে চুলচেরা অভিযান শুরু করেছে বিশেষ বাহিনী। যোগ দিয়েছে সেনা সদস্যরাও।

এদিকে খায়ের খানা এলাকায় বিস্ফোরণের শব্দে মানুষজন আতঙ্কে রাস্তায় ছোটাছুটি করতে থাকে। সিরিজ বোমা হামলার দায়ভার এখনো কোন গোষ্ঠী স্বীকার করেনি।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌউস ফারামার্জ নিশ্চিত করেছেন যে একাধিক রকেট বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কিছু ভবন এবং গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানায়, হামলায় একটি পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলেই এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারান।

গেল ছয় মাসে আফগানিস্তানের সশস্ত্র তালেবান গোষ্ঠী ৫৩টি আত্মঘাতী হামলা এবং ১২৫০টি বিস্ফোরণ ঘটিয়েছে। এতে নিহত হয়েছেন ১২১০ বেসামরিক নাগরিক, আহত হন আড়াই হাজারের বেশি। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার আলোচনার মধ্যেই দেশজুড়ে বিভিন্ন স্থানে হামলা ঘটনা বেড়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন