সব দেশ একসঙ্গে করোনা মোকাবেলা করলে মুক্তি সম্ভব: মোদি

  22-11-2020 12:13PM


পিএনএস ডেস্ক: করোনা ভাইরাসের দাপট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা বিশ্বের কাছে সবচেয়ে বড় বিপর্যয় বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার জি ২০ সম্মেলনে এ কথা বলে মোদি। তিনি আরো বলেন করোনা মোকাবেলা এখন মানবজাতির কাছে বড় মাপের চ্যালেঞ্জ।

সম্মলনে মোদি আরও বলেন, করোনার সময় গোটা বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে এক নতুন আঙ্গিকের সঞ্চার হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম ৷ আর বিশ্বজুড়ে ডিজিটাল ক্ষেত্রে বিপ্লবের ফলেই এটা সম্ভব হয়েছে। মোদি বলেন, আমার মতে, জি ২০-এর ক্ষেত্রেও এক ডিজিটাল সচিবালয় হওয়া দরকার ৷ এর হাত ধরেই বিশ্বের সবার কাছে যাতে প্রযুক্তির সুফল পৌঁছায়, তার জন্য জি-২০ সক্রিয় হবে।

সম্মলনের বক্তব্যে মোদির কথায় উঠে এসেছে করোনা পরবর্তী ৪ টি বিষয়ের কথা মেনে চলে উচিত ৷ মোদির কথায়, এই ৪ টি বিষয় হলো, ট্যালেন্ট পুল তৈরি করা, সমাজের প্রতিটি স্তরে প্রযুক্তির প্রসার, প্রশাসনে স্বচ্ছতা আর এই পৃথিবীকে ভালো রাখার চেষ্টা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন