মডার্নার প্রতি ডোজ টিকার দাম ২৫ থেকে ৩৭ ডলার!

  23-11-2020 11:33PM

পিএনএস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার প্রতি ডোজ করোনা টিকার দাম ২৫ থেকে ৩৭ ডলার হাঁকাবে সরকারগুলোর কাছে। জার্মান সাপ্তাহিক ওয়েল্ট অ্যাম সোনটাগ’কে এ কথা বলেছেন কোম্পানির প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল। তিনি বলেছেন, যে পরিমাণ টিকা অর্ডার করা হবে তার ওপর ভিত্তি করে এই দাম হাঁকানো হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্টিফেন ব্যানসেল আরো বলেছেন, আমাদের টিকার দাম হবে ফ্লু বিষয়ক টিকার মতোই। এর দাম ১০ ডলার থেকে ৫০ ডলারের মধ্যে হতে পারে। সোমবার এই টিকার কয়েক লাখ ডোজ কেনা নিয়ে মডার্নার সঙ্গে দর কষাকষি করেছে ইউরোপীয়ান কমিশন। এ তথ্য দিয়েছেন ওই দর কষাকষিতে যুক্ত ইউরোপীয়ান ইউনিয়নের এক কর্মকর্তা।

তারা চেষ্টা করেছেন এই টিকার প্রতি ডোজের দাম ২৫ ডলারের নিচে নামিয়ে আনতে। স্টিফেন ব্যানসেল বলেছেন, এখনও এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে আমরা ইউরোপীয়ান ইউনিয়ন কমিশনের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি। আমরা ইউরোপকে এই টিকা দিতে চাই এবং এ নিয়ে গঠনমুলক আলোচনা চাই। এখন চুক্তি স্বাক্ষর শুধু কয়েক দিনের ব্যাপার। উল্লেখ্য, মডার্না দাবি করেছে, তাদের টিকা পরীক্ষায় শতকরা ৯৪.৫ ভাগ সফলতা দেখিয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন