মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের করোনা টেস্ট বাধ্যতামূলক

  28-11-2020 09:42AM


পিএনএস ডেস্ক: মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য করোনাভাইরাসের টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির সরকার বিষয়টি যথাযথভাবে পালনের নির্দেশনা জারি করেছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু করা হবে।

এ বিষয়ে মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী (সুরক্ষা) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব গণমাধ্যমকে বলেছেন, ‘এই কর্মসূচির শুরুতে সেলেঙ্গর, নেগ্রি সেম্বিলান, কুয়ালালামপুর, পেনাং, সাবাহ এবং লাবুয়ানে শুরু হবে করোনা পরীক্ষা। নিয়োগকর্তাদের অবশ্যই পরীক্ষার জন্য বেসরকারি স্বাস্থ্য সুবিধাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে চলতে হবে।’

শুক্রবার ২৭ (নভেম্বরে) দৈনিক ব্রিফিংয়ের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এই মন্ত্রী বলেন, ‘ক্লিনিক ও হাসপাতালে পরিষেবার ব্যয় অবশ্যই নিয়োগকর্তাদের বহন করতে হবে।’ মানব সম্পদ মন্ত্রণালয় শিগগিরই এ নিয়ে আরও বিস্তারিত ঘোষণা দেবে বলে জানান তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন