চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ: বেইজিংয়ের ইটের বদলে পাটকেল

  01-12-2020 10:08AM


পিএনএস ডেস্ক: চীন নতুন বিধি প্রণয়ন করেছে যা দেশটির নির্দিষ্ট কিছু পণ্যের রফতানি নিয়ন্ত্রণ করবে। এই আইনে সামরিক প্রযুক্তিসহ অন্যান্য পণ্যের রফতানি নিয়ন্ত্রণ করবে; বিশেষ করে সেসব পণ্যের রফতানি যা চীনের জাতীয় নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলতে পারে।

বিবিসি বলছে, ধারণা করা হচ্ছে রফতানি নিয়ন্ত্রণের বিষয়টি যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের জবাবেই গ্রহণ করছে চীন।

ট্রাম্প প্রশাসনের চীনা প্রযুক্তি পণ্যের প্রসার নিয়ন্ত্রণ নীতি গ্রহণের কারণে যুক্তরাষ্ট্রে চাপের মুখে পড়েছে টিকটক, হুয়াওয়ে, টেনসেন্টসহ বেশ কিছু প্রতিষ্ঠান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন