করোনার চিকিৎসায় বড় সুখবর দিল মডার্না

  01-12-2020 01:29PM


পিএনএস ডেস্ক: বায়োটেক কোম্পানি মডার্না সোমবার তাদের টিকা নিয়ে হালনাগাদকৃত তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে তাদের টিকা ৯৪ ভাগ কার্যকরী। তবে চূড়ান্ত পর্যায়ের করোনা রোগীদের ক্ষেত্রে এটির প্রায় শতভাগ কার্যকারিতার প্রমাণ মিলেছে।

মডার্নার প্রেসিডেন্ট ডা. স্টিফেন হোজ জানিয়েছেন, গুরুতর করোনা প্রতিরোধে এ টিকা শতভাগ কার্যকরী বলে মনে হচ্ছে। গুরুতর পর্যায়ের করোনা রোগীদের কারণেই হাসপাতালে ভিড় বাড়ছে এবং জনস্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে।

সর্বশেষ পাওয়া তথ্যের ভিত্তিতে এ টিকা জরুরি ব্যবহারের জন্য মডার্না যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের স্বীকৃতির জন্য আবেদনের সিদ্ধান্ত নিয়েছে।

সিএনএন জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর বৈঠকের পর করোনা টিকার স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত জানাবে খাদ্য ও ওষুধ প্রশাসন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন