পিএনএস ডেস্ক : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় লাইন অব কন্ট্রোলের (সীমান্তরেখা) কাছে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাওতিনসাত গুইতে নামের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটেছে।
বিএসএফ জানিয়েছে, কোনও কারণ ছাড়াই এদিন রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাতে শুরু করে পাকিস্তান। তাদের ছোঁড়া গুলিতে বিএসএফের সাব ইন্সপেক্টর নিহত হন।
বিএসএফের বিবৃতিতে জানানো হয়, মৃত্যুর আগে ওই সেনা কর্মকর্তা গুলির ছোঁড়া জবাব দেওয়ার পাশাপাশি সাহসিকতার সাথে নিজের সহকর্মীদের প্রাণ বাঁচিয়েছেন।
পরে ভারতীয় সেনার পক্ষ থেকে পাকিস্তানের আক্রমণের পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পিএনএস/জে এ
এবার পাক সেনার গুলিতে বিএসএফ কর্মকর্তা নিহত
