কেন জানুয়ারিতেই অনুষ্ঠিত হয় মার্কিন নতুন প্রেসিডেন্টের শপথ?

  12-01-2021 10:19AM


পিএনএস ডেস্ক: আসছে ২০ জানুয়ারি অভিষেক হতে যাচ্ছে মার্কিন নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের।

যুক্তরাষ্ট্রে সবসময় জানুয়ারি মাসেই যে নতুন প্রেসিডেন্টের অভিষেক হয়েছে তা কিন্তু নয়। সংবিধানে প্রাথমিকভাবে নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের জন্য ৪ মার্চ নির্ধারণ করা হয়েছিল।

এ থেকে ধারণা করা যায় যে সারাদেশ থেকে ভোটের ফলাফল রাজধানীতে এসে পৌঁছাতে কতোদিন লাগতে পারে বলে সেসময় ধারণা করা হয়েছিল।

কিন্তু একই সাথে এটাও ঠিক যে বিদায়ী প্রেসিডেন্টের অফিস ছেড়ে যাওয়ার জন্য এটা ছিল লম্বা সময়।

কিন্তু আধুনিকতার সঙ্গে সঙ্গে ভোট গণনা আরও বেশি দ্রুত ও সহজ হয়েছে। ফলে অভিষেকের সময়ও বদলে গেছে।

১৯৩৩ সালে সংবিধানের ২০তম সংশোধনীতে নতুন প্রেসিডেন্টের অভিষেকের সময় এগিয়ে ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়। সূত্র: বিবিসি বাংলা

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন