করোনার ভ্যাকসিন রফতানির বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেবে ভারত

  13-01-2021 09:12AM


পিএনএস ডেস্ক: কয়েক সপ্তাহের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন রফতানির বিষয়ে ভারত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এস জয়শঙ্কর বলেন, জনগণের কাছে টিকা সরবরাহের বিষয়ে বিদেশি সরকারগুলোর উদ্বেগ দিল্লি বুঝতে পারছে। তবে ভারতকে তার নিজ দেশের মানুষের চাহিদার ভারসাম্য বজায় রাখতে হবে। আমাদের নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া'র।

তিনি বলেন, বেশ কয়েকটি দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা তাদের বলছি, এটি প্রথম মাস, টিকা এখন উৎপাদনে যাচ্ছে। একটি নির্দিষ্ট পরিমাণ টিকা স্টক করার কাজ চলছে। এছাড়া ভারতে আরও চারটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এরমধ্যে রাশিয়ার স্পুটনিক ফাইভও রয়েছে।

স্বাস্থ্যসেবা ও সম্মুখ কর্মীদের অগ্রাধিকার দিয়ে আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকাদান কর্মসূচি শুরুর কথা রয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, প্রথম ধাপে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন