পম্পেওর অভিযোগ সর্বৈব মিথ্যা: ইরান

  13-01-2021 03:28PM


পিএনএস ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অভিযোগ করেন ইরানে আল-কায়েদার ঘাঁটি রয়েছে। তবে পম্পেওর এই দাবিকে ডাহা মিথ্যা বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

এক টুইটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ তো আর বোকা নয়। ৯/১১-পরবর্তী সন্ত্রাসী গ্রুপগুলো কাদের সৃষ্টি তা বিশ্ববাসী জানে। খবর রয়টার্সের।

জাভেদ জারিফ বলেন, পম্পের অভিযোগ উসকানিমূলক। তিনি যুদ্ধ বাঁধানোর চেষ্টায় আছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদা পম্পেওর বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হচ্ছে ইরান, বিষয়টি কারও অজানা নয়।

এর আগে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী পম্পেও দাবি করেন, ইরান এখন আল কায়েদার নতুন ঘাঁটি। একসময় আফগানিস্তান ও পাকিস্তানে আশ্রয় পেত আল কায়েদা জঙ্গিরা। গত কয়েক বছর ধরে তাদের আশ্রয় দিচ্ছে ইরান। যদিও বক্তব্যের সমর্থনে বিশেষ কোনো তথ্যপ্রমাণ দিতে পারেননি পম্পেও। তার মন্তব্য নিয়ে বিশ্বের কূটনৈতিক মহলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন