ইন্দোনেশিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে বহু হতাহত

  15-01-2021 12:54PM

পিএনএস ডেস্ক: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কমপক্ষে ৬ শতাধিক মানুষ আহত হয়েছেন। বসত বাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) দিনের শুরুতেই দেশটির সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।

দেশটির দুযোগ ব্যবস্থাপনা অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাজনে শহর থেকে ৬ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূস্থল থেকে ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে, শক্তিশালী এ ভূমিকম্পে মাজনে শহরে ৬ শতাধিক লোক আহত হয়েছেন। পাশের প্রদেশ মামুজুতেও ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া গেছে।

ইন্দোনেশিয়ার গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, শুক্রবার ভোরে ঘুমন্ত শহরটি হঠাৎ কেপে উঠলে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসছে। দিশেহারা শহরবাসী আতঙ্কে এদিক-সেদিক ছুটাছুটি করতে থাকে। ভূমিকম্পটির স্থায়ীত্ব ছিল ৭ সেকেন্ড। শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনামির সংকেত দেয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের আঘাতে বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মাজনে শহরটিতে গতকাল বৃহস্পতিবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফার এ শক্তিশালী ভূমিকম্পে কিছু কিছু স্থানে ভূমিধসও দেখা দিয়েছে। অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভূমিকম্প প্রবণ দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় ২০১৮ সালে সুলাওয়েসির পালু শহরে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পর সুনামির আঘাতে হাজারো মানুষের প্রাণহানি হয়েছিল।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন