উগান্ডার প্রেসিডেন্ট হলেন ইওয়েরি মুসেভেনি

  16-01-2021 09:56PM

পিএনএস ডেস্ক: উগান্ডার প্রেসিডেন্ট হিসেবে আবারো নির্বাচিত হলেন ইওয়েরি মুসেভেনি। দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে উগান্ডার নির্বাচনের ফলাফলকে প্রত্যাখান করেছেন বিরোধী নেতা পদ প্রার্থী ববি ওয়াইন।

নির্বাচনী প্রচারণার সময়ই উগান্ডাজুড়ে সহিংসতার খবর পাওয়া যাচ্ছিলো৷ নভেম্বরে ববি ওয়াইনকে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে তার সমর্থকদের দেশব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু হয়৷ বৃহস্পতিবার নির্বাচনেও উগান্ডার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে৷

নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ৷ নির্বাচনের পর থেকেই রাজধানী কামপালাসহ বিভিন্ন শহরের রাস্তায় পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীও৷

নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন বিরোধী নেতা ববি ওয়াইন৷ ‘বিজয় চুরি করা হয়েছে' এমন আভাস পাওয়া গেলে সমর্থকদের রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছেন ওয়াইন৷ অন্যদিকে নির্বাচনের ফলের বিরুদ্ধে প্রতিবাদ করলে তা ‘জনগণের সঙ্গে বেইমানি' করা হবে বলে জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন প্রেসিডেন্ট মুসেভেনি৷

১৯৮৬ সাল থেকে আফ্রিকার দেশ উগান্ডার ক্ষমতায় আছেন সাবেক গেরিলা কমান্ডার ইওয়েরি মুসেভেনি৷ ২০১৯ সালে সংবিধান পরিবর্তন করে ষষ্ঠবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি৷ অন্যদিকে পপ গায়ক ববি ওয়াইন ২০১৭ সালে প্রথম দেশটির এমপি নির্বাচিত হন৷ উগান্ডার তরুণদের দাবি পূরণে ব্যর্থ হওয়ায় মুসেভেনিকে নানা সময়ে ‘স্বৈরশাসক' আখ্যা দিয়ে আসছেন ওয়াইন৷

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন