শপথ নিয়ে মুসলিমদের যে সুখবর দিলেন বাইডেন!

  21-01-2021 01:17PM

পিএনএস ডেস্ক: প্রথম দিনেই ১৫টি নির্বাহী আদেশ ও দুটি দাফতরিক নথিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।

এসব আদেশের মাঝে মুসলিমদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ও রয়েছে।

স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে এসব আদেশে সই করেন তিনি।

ট্রাম্প শাসন আমলে মুসলিম দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলে বাইডেন এই নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন। এর ফলে নিষিদ্ধ হয়ে পড়া মুসলিম দেশগুলোর নাগরিকরা এখন আমেরিকার ভিসার জন্য আবারও আবেদন করতে পারবেন।

এছাড়া যুক্তরাষ্ট্রজুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে আসা, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ বন্ধ করাসহ মোট ১৫টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, শপথগ্রহণের পর ওভাল অফিসে গিয়েই একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে বাইডেন বলেন, অপচয় করার মতো সময় নেই। অবিলম্বে কাজ করতে হবে।

শপথ নেয়ার অনুষ্ঠানেই বাইডেন বলেছেন, বিশ্ববাসী আমাদের সবাইকে আজ দেখছে। আমেরিকা পরীক্ষার মধ্য দিয়ে গেছে। এবং আমরা আরও শক্তিশালী হয়ে সেখান থেকে বেরিয়ে এসেছি। আমরা আমাদের চুক্তিগুলোতে আবারও ফিরে যাব এবং বিশ্বের সাথে আবারও সংযুক্ত হবো।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন