কিংবদন্তী সাংবাদিক ল্যারি কিং আর নেই

  24-01-2021 12:45AM

পিএনএস ডেস্ক: কিংবদন্তি টকশো সঞ্চালক ও সিএনএন’র সাবেক সাংবাদিক ল্যারি কিং মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। সূত্র: সিএনএন

ল্যারি কিং একটানা ২৫ বছর সিএনএনে ‘ল্যারি কিং লাইভ’ টকশো চালিয়ে এসেছিলেন। ৬৩ বছরের পেশাগত জীবনে রেডিও, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে হাজার হাজার সাক্ষাৎকার নিয়েছেন।

সেলেব্রিটিদের নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে ল্যারি কিং নিজেই সেলেব্রিটি হয়ে ওঠেন।

উল্লেখ্য, ল্যারি কিং এর আগে বেশ কয়েকবার হার্ট অ্যাটাক করেছিলেন। ১৯৮৭ সালে তার বাইপাস সার্জারি হয়। ২০১৭ সালে ফুসফুস ক্যান্সার ধরা পড়ে। সে সময় তার অপারেশন হয়েছিল।

নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তিনি দাতব্য প্রতিষ্ঠান ল্যারি কিং কার্ডিয়াক ফাউন্ডেশন গড়ে তুলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন