সৌদির বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনাল্ডো

  24-01-2021 01:25PM

পিএনএস ডেস্ক : পর্যটন বোর্ডের প্রচারে অংশ নিতে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল সৌদি আরব।

আর সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন এ জুভেন্টাস তারকা। কী কারণে রোনাল্ডো প্রস্তাবটি ফিরিয়ে দিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ‘টেলিগ্রাফ’ জানিয়েছে, ‘ভিজিট সৌদি’ নামক সৌদি আরবে পর্যটন প্রচারণার ক্যাম্পেইনে অংশ নিতে রোনাল্ডোকে বছরে ছয় মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬১ কোটি ৯৬ লাখ টাকা) প্রস্তাব করে দেশটির পর্যটন বোর্ড। এ প্রস্তাব নাকচ করে দেন সিআর সেভেন।

রোনাল্ডোর আগে এ ক্যাম্পেইনে যোগ দিতে বার্সেলোনা অধিনায়ক আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকেও একই রকম প্রস্তাব পাঠিয়েছে সৌদির পর্যটন বোর্ড।

মেসিও একইভাবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

আগামী মাস থেকে প্রচার ক্যাম্পেইন শুরু করা হবে। বিশ্বজুড়ে এই ক্যাম্পেইনকে নজরে আনতে ক্রীড়া জগতের বড় বড় তারকাদের এতে যুক্ত করতে চাইছে দেশটি।

তথ্যসূত্র: মিডলইস্ট আই, টেলিগ্রাফ, দ্য সান

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন