কুকুর-বিড়ালকেও দেওয়া লাগতে পারে করোনার ভ্যাকসিন

  25-01-2021 01:48PM

পিএনএস ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ দিনদিন বাড়ছে। বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও। মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে করোনা। প্রাণী থেকেও এর সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে; এমন পরিস্থিতিতে ভবিষ্যতে হয়তো ভ্যাকসিনের আওতায় আসতে পারে কুকুর-বিড়ালও।

বিজ্ঞানীদের দেওয়া তথ্যের বরাতে ডেইলি মেইল এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

গবেষকরা বলছেন, প্রাণী থেকে মানুষের শরীরে করোনা ছড়িয়ে পড়ার ব্যাপারটি ‘দীর্ঘ মেয়াদী ঝুঁকি’র। গৃহপালিত প্রাণী এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এর মাধ্যমেই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

দ্য ইউনিভার্সিটি অব অ্যাঞ্জেলিয়া ও ইউনিভার্সিটি অব মিনেসোতার গবেষকরা একটি জার্নালে এমন তথ্য দিয়েছেন।

তারা বলেন, এটা অবিশ্বাস্য নয় যে, ভবিষ্যতে করোনার সংক্রমণ ঠেকাতে গৃহপালিত প্রাণীকেও করোনার আওতায় আনতে হবে।

ডেনমার্কে বেজি জাতীয় প্রাণী মিঙ্কের এক খামারে গত বছর করোনার সংক্রমণ জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে অনেক প্রাণী। মৃত্যুও হয় কিছু মিঙ্কের। এরই মধ্যে রাশিয়াতে প্রাণীদের জন্য করোনার টিকা উদ্ভাবনের কাজ এগিয়ে চলছে।

বিজ্ঞানীরা ভ্যাকসিনের পাশাপাশি করোনার সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণসহ এমন নানা পদক্ষেপের ওপর জোর দিতে বলেন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন