আরও ১৬ হাজারের বেশি প্রাণ কেড়ে নিল করোনা

  28-01-2021 09:23AM


পিএনএস ডেস্ক: বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় (বুধবার) বিশ্বে আরও ১৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৫ লাখ মানুষের শরীরে।

দিনের সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে মারা গেছে প্রায় সাড়ে তিন হাজার মানুষ। রোগী শনাক্ত হয়েছে সোয়া একলাখ। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৪ লাখ ৪০ হাজারের কাছাকাছি।

দ্বিতীয় সর্বোচ্চ প্রায় দুই হাজার করে মানুষ মারা গেছে যুক্তরাজ্য এবং মেক্সিকোতে। ব্রিটেনে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ।

বুধবার ব্রাজিলেও প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। রাশিয়া, স্পেন, ইতালি, জার্মানি, দক্ষিণ আফ্রিকাতেও পাঁচশ’ থেকে হাজারের কাছাকাছি মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ২১ লাখ ৮১ হাজার। মোট রোগী শনাক্ত ১০ কোটি ১৪ লাখের মতো।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন