পানি ঘোলা না করে যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় ফেরার আহ্বান রাশিয়ার

  16-02-2021 08:49AM


পিএনএস ডেস্ক: রাশিয়া আমেরিকাকে সদিচ্ছার প্রমাণ দেখিয়ে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রস্তুতি ঘোষণা করার জন্য আহ্বান জানিয়ে। গতকাল সোমবার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ আহ্বান জানান। খবর পার্সটুডের।

তিনি স্পষ্ট করে বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে এই আহ্বান জানাচ্ছি যে, তারা যেন পরমাণু সমঝোতায় ফিরে আসার ব্যাপারে ইরানসহ আন্তর্জাতিক সমাজকে সবুজ সংকেত দেয়। পরিস্থিতিকে আরো জটিল হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার অতি জরুরি হয়ে পড়েছে।

রিয়াবকভ আরও বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে রাজি করানোর জন্য একটি বহুজাতিক বৈঠক আয়োজন করা যায় কিনা তা নিয়ে চীনের একটি প্রস্তাব নিয়ে বেইজিং ও মস্কো আলোচনা করেছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমেরিকা ও চীনের সঙ্গে তার দেশ আলোচনা করেছে। এ ধরনের একটি বৈঠকে অংশ নিতে মস্কো রাজি; যদিও এ বৈঠক থেকে অর্থবহ কোনো ফলাফল বেরিয়ে আসবে কিনা তা স্পষ্ট নয়। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক আরো বলেন, ২১ ফেব্রুয়ারির সময়সীমা ঘনিয়ে আসার কারণে এরকম বৈঠক আয়োজন জরুরি হয়ে পড়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন