মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে নিহত ২

  20-02-2021 09:09PM

পিএনএস ডেস্ক: মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া গুলিতে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার মান্দালয়ের স্বেচ্ছাসেবী জরুরি সেবা বিষয়ক সংস্থা পারাহিতা দারহির বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

মিয়ানমারের বেশ কয়েকটি শহরে আজ অভ্যুত্থান বিরোধীরা রাস্তায় নেমে এসে সামরিক শাসনের অবসান ও নেত্রী অং সান সু চিসহ অন্যান্যদের মুক্তির দাবিতে শ্লোগান দেয়। এসব প্রতিবাদ বিক্ষোভে সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরাসহ কবি ও পরিবহন শ্রমিকরাও যোগ দেন।

এসময় পুলিশ কাঁদুনে গ্যাস ও গুলিতে বিক্ষোভকারীদের পিছু হটানোর চেষ্টা করে। তবে প্রাথমিকভাবে এখনও নিশ্চিত হওয়া যায়নি পুলিশ তাজা গুলি ছুড়েছে না রবার বুলেট ব্যবহার করেছে।

এক স্বেচ্ছাসেবী চিকিৎসক দু’জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একজন মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আরেকজন বুকে গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ পরে মারা যান।’

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন