নাইজেরিয়ায় রানওয়েতে সামরিক বিমান বিধ্বস্ত

  21-02-2021 09:42PM

পিএনএস ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর রাজধানী আবুজার বিমানবন্দরের রানওয়েতে রোববার এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। রয়টার্স

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেশটির বিমান পরিবহন মন্ত্রী সিরিকা বলেছেন, সামরিক বাহিনীর কিং এয়ার ৩৫০ এর একটি বিমান আবুজা বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয়েছে। মীনাগামী এই বিমানটি উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ওই বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়।

রাজধানী আবুজা থেকে ১১০ কিলোমিটার উত্তরপশ্চিমের শহরে মীনার উদ্দেশে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন তিনি। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেবিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি এই মন্ত্রী।

তবে বিমান বিধ্বস্তের এই ঘটনায় হতাহতের আশঙ্কা রয়েছে বলে টুইটে জানিয়েছেন নাইজেরিয়ার বিমান পরিবহন মন্ত্রী সিরিকা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন