মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল ইইউ

  23-02-2021 10:54AM



পিএনএস ডেস্ক: মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের প্রতিবাদে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

সোমবার ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান। এতে বলা হয়, সরকারিভাবে আর্থিক যত সহায়তা করা হতো মিয়ানমারকে তা বন্ধ করা হবে। তবে দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক বাধাগ্রস্ত না করার বিষয়েও সম্মত হয়েছে জোটের নেতারা।

তারা বলছেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হলে তা দেশটির সাধারণ জনগণের ক্ষতির কারণ হতে পারে। এছাড়া বাছাই করা সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ দ্রুত কার্যকরের কথা জানিয়েছে ইইউ।

এদিন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির ওপর দমন নীতির কারণে রাশিয়ার বেশ কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন