জাপান ‘নিঃসঙ্গ মন্ত্রী’ নিয়োগ দিল

  24-02-2021 10:17AM


পিএনএস ডেস্কধ জাপানে নিঃসঙ্গ বা একাকীত্ব মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে। ইতোমধ্যেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য মন্ত্রিসভার সদস্য তেতসুশি সুকামোটোর নাম প্রস্তাব করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

তেতসুশি দেশের জন্মের হার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এর পাশাপাশি তিনি এখন একাকীত্ব ও নিঃসঙ্গ মোকাবিলায় সরকারি নীতির তদারকিও করবেন।

নতুন মন্ত্রীকে প্রধানমন্ত্রী সুগা বলেছেন, ‘বিশেষ করে নারীরা নিঃসঙ্গতায় ভুগছেন এবং আত্মহত্যার হার বৃদ্ধি পাচ্ছে। আমি চাই আপনি বিষয়টি পরীক্ষা করে দেখুন এবং একটি বিস্তৃত কৌশল পেশ করুন’।

দেশটিতে করোনা হানা দেওয়ার পর থেকেই জাপানি নারীরা অবসাদের মতো মানসিক অসুস্থতার সঙ্গে লড়ছেন। গত বছর কেবল অক্টোবরেই ৮৮০ জন নারী আত্মঘাতী আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে দেশে। এই সংখ্যা ২০১৯ সালের থেকে ৭০ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে। গত ১১ বছরের মধ্যে এখন দেশটিতে আত্মহত্যার পরিমাণ বেশি।

এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যে এই পদে প্রথমবারের মতো মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছিল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন