ভূমিধসে সাগরে ভেসে গেল ২০০ কফিন

  24-02-2021 11:55AM


পিএনএস ডেস্ক: বিশ্বব্যাপী চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। মহামারীর প্রথম দিকে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়ে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এই ভাইরাসে বুধবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৯৬ হাজার ৩৪৮।

কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! মৃত্যুর পরও দেশটিতে গোরস্তানে ঠাঁই হচ্ছে না লাশবাহী কফিনের।

মঙ্গলবার ইতালির রিভিয়েরা গোরস্তানের একাংশ ভূমিধসের কারণে সমুদ্রে গিয়ে পড়েছে। পাহাড় চূড়ার কবরস্থান থেকে গিরিখাদে বিধ্বস্ত হয়ে অন্তত ২০০ কফিন ভেসে যায় সাগরের পানিতে। এর মাঝে ১১টি কাঠের বাক্স অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যার মধ্যে শায়িত পাঁচ ব্যক্তিতে শনাক্ত করেছে পরিবার। মাছ ধরার জালের মাধ্যমে বাকি কফিনগুলো উদ্ধারে চলছে তৎপরতা।

এদিকে, নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ২১০ ফুট ওপরের এ গোরস্তান। সূত্র: দ্য টেলিগ্রাফ, সিএনএন, ইউরো নিউজ

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন