চীনে ‘মুসলিম নিপীড়ন’র সমালোচনায় জাতিসংঘ

  27-02-2021 02:27PM


পিএনএস ডেস্ক: শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর চীন অত্যাচার চালাচ্ছে বলে সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাচলেট। পাশাপাশি হংকংয়ের রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপেরও প্রতিবাদ করেছেন তিনি।

মিশেল বিবৃতিতে বলেছেন, এ বিষয়ে স্বাধীন একটি মূল্যায়ন প্রয়োজন।

তিনি আশা করছেন, শিনজিয়াং ভ্রমণে যেতে চীনের কর্মকর্তাদের সঙ্গে একটি চুক্তিতে পৌছাতে পারবেন।

এর আগে ২০১৯ সালে চীনের রাষ্ট্রদূত বলেন, চীন ভ্রমণে মিশেলকে সব সময় স্বাগত।

কিন্তু সেই ভ্রমণের বিষয়ে দেশটি অনুমতি দিতে টালবাহানা করছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন