গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ভেঙে পড়ল ঘরবাড়ি

  04-03-2021 11:10AM


পিএনএস ডেস্ক: শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো গ্রিসে। গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টা নাগাদ রিখটার স্কেলে ৬.২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পরই কয়েকটি ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে তা অনুভূত হয়েছে পার্শ্ববর্তী দেশ আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া, কসোভা ও মন্টেনিগ্রোতেও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের এপিসেন্টার ছিল এলাসোনা শহর থেকে ২০ কিলোমিটার দূরে।

তীব্র ভূমিকম্পের আঘাতের পর একাধিক শক্তিশালী আফটার শক অনুভূত হয়। ইআরটি স্টেস টেলিভিশনকে মধ্য গ্রিসে লারিসার এক বাসিন্দা জানান, তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প এটি। সূত্র : ডয়চে ভেলে, আলজাজিরা ও জাকার্তা পোস্ট।

পিএনএস/এএইচ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন