নিউজিল্যান্ডের সেই মসজিদে ফের হামলার হুমকি, গ্রেপ্তার ২

  04-03-2021 03:10PM

পিএনএস ডেস্ক : ক্রাইস্টচার্চের যে দুটি মসজিদে ২০১৯ সালে ভয়াবহ হামলা চালিয়ে অর্ধশতাধিক মানুষকে হত্যা করা হয়েছিল, সেখানে আবার হামলার হুমকি দেয়া হয়েছে।

নিউজিল্যান্ড পুলিশকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, অনলাইনে এমন হুমকি আসার পর দুইজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টার নামের ওই দুটি মসজিদে হামলার হুমকি দেয়া হয়।
কে বা কারা হুমকি দিয়েছে, কী ধরনের হুমকি এসেছে তার বিস্তারিত জানায়নি নিউজিল্যান্ড পুলিশ।

‘যে কোনো বার্তা, যা আমাদের কমিউনিটির জন্য হুমকির কারণ হবে, কোনোভাবেই তা সহ্য করা হবে না,’ সবাইকে সতর্ক করে ক্যানটারবেরি জেলা কমান্ডার জন প্রাইস বিবৃতিতে বলেছেন, ‘আমরা সতর্ক অবস্থায় রয়েছি।’

আগামী ১৫ মার্চ ওই হামলার বর্ষপূতি হবে নিউজিল্যান্ডে। তার আগে আশপাশের অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ব্রেন্টন ট্যারেন্ট নামের এক অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ যুবক দুই বছর আগে মসজিদ দুটিতে হামলা চালায়। গত আগস্টে তাকে প্যারোলহীন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এই ধরনের সাজা নিউজিল্যান্ডে আগে কাউকে দেয়া হয়নি।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন