হেগের আদালতে যুক্তরাষ্ট্রের পরাজয় : ইরানকে দিতে হবে ৩৭ মিলিয়ন ডলার

  04-03-2021 03:11PM


পিএনএস ডেস্ক: ইরানের দায়ের করা মামলায় নেদারল্যান্ডসের হেগের একটি আদালতে হেরে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আদালতের রায় অনুসারে ইরানকে এখন ৩৭ মিলিয়ন বা তিন কোটি ৭০ লাখ ডলার অর্থ দেওয়ার কথা বলা হয়েছে। খবর পার্সটুডের।

জানা গেছে, ১৯৮১ সালে সই হওয়া আলজিয়ার্স চুক্তি লঙ্ঘন করার জন্য ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওই মামলা করেছিল। আলজিয়ার্স চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্রে আটক ইরানের সম্পদ ফেরত দেয়ার কথা ছিল কিন্তু মার্কিন অর্থ বিভাগ সে সম্পদ ফেরত দিতে বাধা দিয়েছে কিংবা দেরি করেছে। এরপর হেগের আদালতে মামলা করে ইরান।

গতকাল বুধবার ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ের আন্তর্জাতিক আইন বিষয়ক কেন্দ্র থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, হেগের আদালত ইরানের দাবির পক্ষে রায় দিয়েছে যার কারণে এখন ইরানকে ক্ষতিপূরণের অর্থ দিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র।

পিএনএস/এএইচ


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন