অস্ট্রেলিয়ায় রপ্তানি টিকার চালান বন্ধ ইতালির

  05-03-2021 12:28PM


পিএনএস ডেস্ক: অ্যাস্ট্রাজেনেকা রপ্তানি চুক্তির ৪০ শতাংশ বছরের প্রথম তিন মাসে ইইউ সদস্য দেশগুলোকে সরবরাহের কথা রয়েছে। আজ শুক্রবার থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা তাদের টিকা কার্যক্রমে যুক্ত হওয়ার কথা ছিলো। অস্ট্রেলিয়ায় রপ্তানি করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা করোনা টিকার একটি বড় চালান আটকে দিয়েছে ইতালি।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, 'সরবরাহ ঘাটতির জন্য কোম্পানিটির পক্ষ থেকে উৎপাদন স্বল্পতার কথা বলা হয়েছে। কিন্ত ইতালি ও ইইউতে সামগ্রিকভাবে যে টিকা সরবরাহ করা হয়েছে, তার তুলনায় অস্ট্রেলিয়ায় রপ্তানির জন্য আবেদন করা এই চালানটি অনেক বড়।'

ইতালিতে তৈরি হওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার আড়াই লাখ ডোজ অস্ট্রেলিয়ায় রপ্তানি হওয়ার কথা ছিলো। ইউরোপীয় ইউনিয়নের নতুন নিয়ম অনুযায়ী, টিকা সরবরাহকারী কোন কোম্পানি ইইউ'র বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হলে, তারা রপ্তানি বন্ধ করে দিতে পারবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন