সুইজারল্যান্ডে বোরকা নিষিদ্ধে গণভোটের আয়োজন

  07-03-2021 05:55PM

পিএনএস ডেস্ক: জনসমাগমের স্থলে পুরো মুখ ঢাকা নিষিদ্ধ করতে গণভোটের আয়োজন করতে যাচ্ছে সুইজারল্যান্ড। আগামী ৭ মার্চ মুখ ঢাকা নিষিদ্ধে গণভোট অনুষ্ঠিত হবে। নিষেধাজ্ঞা আইনের ফলে মুসলিম নারীরা পোশাক পরিধানে ব্যক্তিগত স্বাধীনতা হারাতে পারে।

সুইজারল্যান্ডের নিয়ম অনুযায়ী, যে কোনো ইস্যুতে দেশের ৮৬ লাখ জনগণের মধ্যে অন্তত এক লাখের স্বাক্ষর সংগ্রহ করতে পারলে সেই বিষয়ে ভোট অনুষ্ঠিত হবে।

বোরকা নিষিদ্ধের প্রস্তাবটিতে বলা হয়েছে, দোকান কিংবা উন্মুক্ত স্থানসহ যে কোনো জনসমাগমস্থলে চেহারা ঢেকে রাখা অবস্থায় বোরকা পরা যাবে না। তবে মসজিদে বোরকা পরা যাবে।

প্রস্তাবটিতে সুস্পষ্টভাবে বোরকা কিংবা নিকাবের বিষয়টি উল্লেখ করা হয়নি। তবে এটা পরিষ্কার যে, মুসলিম নারীরা শুধু চোখ খোলা রেখে যে বোরকা পরেন সেটিকেই লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

এই প্রস্তাবের পক্ষে কড়া সমর্থন জানিয়েছে চরম ডানপন্থি দ্য সুইস পিপলস পার্টি।

দলের অন্যতম নেতা জিন-লুক অ্যাডর বলেছেন, ‘সৌভাগ্যবশত’ সুইজারল্যান্ডে কোনো বোরকা পরা নারী নেই।

তার দাবি, ‘যখন সমস্যা দেখা দেয়, তখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই আমরা এটি নিয়ে কাজ করি।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন