তিস্তার পানি এতো সস্তায় দেবো না: মোদীকে মমতা

  08-03-2021 03:26PM

পিএনএস ডেস্ক: বহুল প্রত্যাশিত তিস্তার পানিবণ্টন চুক্তি ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘তিস্তার পানি এত সস্তায় দেবো না।’

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটকে সামনে রেখে মোদীর বিজেপিকে মোকাবিলা করতে তিস্তার পানিবণ্টন চুক্তিকে হাতিয়ার করেছেন মমতা।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানিবণ্টন নিয়ে আলোচনা চলছে। ভারতে বিগত ইউপিএ সরকারের শাসনামল থেকে বর্তমান এনডিএ সরকার পর্যন্ত কোনও সরকারই বিষয়টির সমাধান দিতে পারেনি।

ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে এর আগেও বহুবার চরম তিক্ততা দেখা গেছে। যেহেতু এটি প্রতিবেশী দুই রাষ্ট্রের বিষয়, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সময় এই ইস্যুতে বক্তব্য রেখেছেন। কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। তবে বরাবরই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলাদেশের সঙ্গে তিস্তার পানিবণ্টন নিয়ে আপত্তি তুলেছে।

গতকাল রবিবার তিস্তার পানিবণ্টন ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদীকে উদ্দেশ্য করে মমতা বলেছেন, ‘এখন হঠাৎ করে বলছেন, তিস্তার পানি দিয়ে দাও। রাজ্যকে জিজ্ঞাসা করলে না? আমার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভালো। সেখানকার প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই। এখানে রাজ্য সরকার আছে। আর তুমি (মোদী) রাজ্য সরকারকে বিক্রি করে দেবে?’

মোদীর প্রতি মমতা আরও বলেন, ‘এত সস্তা নয়, ভাই। এত সস্তা নয়। তিস্তা উত্তরবঙ্গের হিস্যা। এটা হবে না। আমি বলিনি যে, পানি দেবো না। কিন্তু আগে নিজে খাবো, তারপর তো দেবো। আগে আমার ঘরে রাখতে হবে, তারপর তো দেয়ার কথা উঠছে।’


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন