‘পরমাণু ইস্যুতে আমেরিকা রাস্তার ভুল পাশ দিয়ে চলছে’

  09-03-2021 09:21AM


পিএনএস ডেস্ক: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে যে অচলাবস্থা দেখা দিয়েছে সে বিষয়ে আমেরিকা মূলত রাস্তার ভুল পাশ দিয়ে চলছে। ফলে আমেরিকার জন্য ইউটার্ন নেওয়া জরুরি।

তিনি বলেন, আমেরিকাকে পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি এবং পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারপর তাদেরকে পরমাণু সমঝোতায় ফিরতে হবে।

সোমবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে খাতিবজাদে এসব কথা বলেন।

২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার গুরুত্বপূর্ণ একটি পক্ষ হওয়ার পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ওয়াশিংটন এই সমঝোতা থেকে বেরিয়ে যায় এবং অবৈধভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিয়েই ইরান এবং আমেরিকার মধ্যে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

জো বাইডেন ক্ষমতায় আসার পর পরমাণু সমঝোতায় ফিরবেন বলে ঘোষণা দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেননি। আমেরিকা বলছে, ইরানকে পরিপূর্ণভাবে পরমাণু সমঝোতা মেনে চলতে হবে। অন্যদিকে ইরান বলছে, তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমেরিকাকে পরমাণু সমঝাতায় ফিরতে হবে। এরপর ইরানও পরমাণু সমঝোতা বাস্তবায়নে পরিপূর্ণভাবে মনোযোগী হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন