ভারতে ফের স্বর্ণের বাজারে দরপতন

  06-04-2021 09:18AM


পিএনএস ডেস্ক: ভারতের বাজারে আবারও স্বর্ণের বাজারে বড় দরপতন দেখা গেল। দাম কমে এমসিএক্স সূচকে ১০ গ্রাম জুন গোল্ড ফিউচার্সের দাম ০.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫,৩৫৫ রুপি। আর এক কেজি রুপার দাম কমে হয়েছে ৬৫,০৭০ রুপি। খবর হিন্দুস্তান টাইমস এর।

এর মধ্য দিয়ে ভারতে মহামারী করোনায় টিকাকরণ প্রক্রিয়া শুরুর ফলে ২০১৮ সালের পর থেকে প্রথমবার কোনও ত্রৈমাসিকে দর পতনের সাক্ষী থাকল স্বর্ণ। গত বছর আগস্টে ১০ গ্রাম সোনা রেকর্ড ৫৬,২০০ রুপির ছুঁয়ে ফেলেছিল। তারপর থেকে সোনার গ্রাফ নিম্নমুখী।

জানা গেছে, চরতি বছরের প্রথম তিন মাসেই স্বর্ণের দাম পড়েছে প্রায় ৫,০০০ রুপি। আর সার্বিকভাবে রেকর্ড দরের তুলনায় প্রায় ১১,০০০ রুপি কম পড়ছে ১০ গ্রাম স্বর্ণের দর। যদিও বিশ্ব বাজারে সোনার দাম স্থিতিশীল। এক আউন্স স্পট গোল্ড ১,৭২৮.৬০ ডলার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন