আরও আগ্রাসী করোনা, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন মোদি

  06-04-2021 12:18PM


পিএনএস ডেস্ক: ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছে। গতকাল সোমবার একদিনে করোনার সংক্রমণ ১ লাখ ছাড়িয়ে যায়। আজ মঙ্গলবার প্রকাশিত তথ্যে বলা হয়েছে, একদিনে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৬ হাজার ৫৫৭ জনের।

পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৮ এপ্রিল এই বৈঠকটি হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এর আগে গত ৪ এপ্রিল উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মোদি।

ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ২৬ লাখ সাড়ে ৮৪ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ কোটি ৬৫ লাখ ৫৭৭ জন। সুস্থ হয়েছেন এক কোটি ১৭ লাখ ৩২ হাজার ২৭৯ জন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন