জর্ডানের অস্থিতিশীল অবস্থা আগেই জানতেন নেতানিয়াহু

  06-04-2021 03:24PM


পিএনএস ডেস্ক: জর্ডানে উদ্ভুত রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আগে থেকেই তা জানতেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনথে প্রকাশিত এক নিবন্ধে এমন দাবিই করা হয়।

ইসরাইলি সাংবাদিক ও আরব বিষয়ক বিশ্লেষক স্মাডার পেরির লেখা ওই নিবন্ধে বলা হয়, নেতানিয়াহু ও ইসরাইলি অন্য কর্মকর্তারা জর্ডানের চলমান ঘটনাপ্রবাহের সম্ভাবনার বিষয়ে কয়েক সপ্তাহ আগে থেকেই জানতেন।

তিনি বলেন, ঠিক এই কারণেই বাদশাহ আবদুল্লাহ নেতানিয়াহুকে জর্ডানের আকাশসীমা ব্যবহার করে উপসাগরীয় অঞ্চল সফরে বাধা দিয়েছেন।

পেরির বক্তব্য অনুসারে, বাদশাহ আবদুল্লাহ থেকে মুক্তি পেলে ইসরাইলি প্রধানমন্ত্রীর আনন্দিত হওয়ার মন্তব্যের পরিপ্রেক্ষিতে আম্মান নেতানিয়াহুকে সন্দেহ করে।

এর পরিপ্রেক্ষিতেই আম্মান ও তেল আবিবের মধ্যে কূটনীতিক সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও বাদশাহ আবদুল্লাহ জর্ডানে গ্রেফতারি অভিযানের পর তার কর্মকর্তাদের ইসরাইলি কর্মকর্তাদের কাছে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার’ বার্তা পৌঁছে দেয়ার নির্দেশ দেন বলে নিবন্ধে বলা হয়। সূত্র : মিডল ইস্ট মনিটর

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন